বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা আক্রান্ত মৃত ব্যক্তিকে দেখা ও জানাযায় অংশ নেওয়ায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদি গ্রামের ৮ বাড়ি ও ইছাপুরা ইউপি চেয়ারম্যানের বাড়িসহ ৯ বাড়ি লকডাউন করেছে প্রশাসন। শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার ওই বাড়ি গুলো লকডাউন ঘোষণা করেন।
তিনি জানান, নিহতের দাফন সম্পন্ন করতে যাওয়া গোরখোদক বিল্লাল, নিহতের ভাই হাফেজ জাকারিয়া, নিকট আত্মীয় বাবু তালুকদ্রা, নুরুজ্জামান, সফিউল্লাহসহ প্রতিবেশীদের বাড়ি গুলো লকডাউন করে লাল নিশানা টানিয়ে দেওয়া হয়। বাড়িঘর গুলোতে কাউকে প্রবেশ ও বাড়িঘর গুলোর কেউ যাতে বাইরে বেরুতে না পারে সে জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আরো জানান, তিনি করোনা পেশেন্ট , হাসপাতাল থেকে তার লাশ পারিয়ে নিয়ে আশা হয়েছে। যে ডাক্তার তাকে দেখেছে সেও এখন কোয়ারেন্টাইনে আছে। আমরা যতটুকু জানি লাশটা ঢাকাতেই গোসল করানো হয়েছে। এখানে সুধু জানাযা শেষে দাফন করা হয়েছে।
উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার ইছাপুরা এলাকার আল জামিয়াতুল ইসলামিয়া মুস্তফাগঞ্জ মাদরাসা প্রাঙ্গনে করোনা আক্রান্ত ৬৩ বছর বয়সী ব্যক্তি মুফতি মো. আব্দুল্লাহ বিক্রমপুরীর জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় সহ¯্রাধিক মুসল্লি অংশ নেন। ওই মাদরাসার মুহতামিম ফারুকী পশ্চিম শিয়ালদি গ্রামের মমতাজ উদ্দিন মুন্সীর ছেলে। পরে নিজ গ্রামের বেপারী বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়।
ইউপি চেয়ারম্যান আরো জানান,বেশ কিছু দিন যাবৎ সে অসুস্থ্য ছিল বুধবার গুরুতর অসুস্থ্য হলে ঢাকার গেন্ডারিয়ার বাড়ি থেকে মুফতি মো. আব্দুল্লাহ বিক্রমপুরীকে প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা করোনা উপসর্গ দেখতে পেলে তার নমুনা সংগ্রহ করেন। পরে ওই দিন বিকাল দিকে তার শারিরিক অবস্থার অবনতি হলে তাকে কুর্মিটোলা হাসপাতালে পাঠায় ঢামেকের চিকিৎসকরা।
এদিকে, কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পরপরই সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। এ সময় তার স্বজনরা মুফতি মো. আব্দুল্লাহ বিক্রমপুরীকে নমুনা সংগ্রহ করার তথ্য গোপন করে লাশ নিয়ে চলে আসেন। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে নিজ গ্রামের বাড়িতে লাশ দাফন করেন। দাফনের বেশ কয়েক ঘন্টা পর রাতের দিকে জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।