Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অক্সিজেন পেয়ে স্বস্তিতে বরিস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২০, ৭:১২ পিএম

মঙ্গলবার রাতে আইসিইউতে নিয়ে যাওয়ার পরে অক্সিজেন দেয়া হয়েছিল। এখন প্রধানমন্ত্রী বরিস জনসন অনেকটাই সুস্থ বোধ করছেন বলে জানিয়েছে ১০, ডাউনিং স্ট্রিট।

বারো দিন ধরে কোভিড-১৯-এ ভুগছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। রোববার সন্ধায় তাকে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১০, ডাউনিং স্ট্রিট জানায়, বিশেষ চিন্তার কিছু নেই। জ্বর কমছে না বলে কিছু রুটিন পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন প্রধানমন্ত্রী। এমনকি অ্যাম্বুল্যান্সে নয়, গাড়িতে করেই হাসপাতালে এসেছেন তিনি। যদিও রোববার হাসপাতাল থেকে নিজের টুইট করা ছবিতে দৃশ্যতই অসুস্থ লাগছিল ৫৫ বছর বয়সি বরিসকে।

সোমবার রাত আটটা নাগাদ হঠাৎ জানা যায়, আইসিইউয়ে স্থানান্তরিত করা হয়েছে প্রধানমন্ত্রীকে। গৃহবন্দি অবস্থাতেও দেশ সামলাচ্ছিলেন। কিন্তু সোমবার দুপুরে বরিসই দায়িত্ব বুঝিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তার অবস্থা স্থিতিশীল। অক্সিজেন পেয়ে বেশ কিছুটা স্বস্তি পেয়েছেন। আছেন খোশমেজাজেই। রানি দ্বিতীয় এলিজ়াবেথ নিয়মিত প্রধানমন্ত্রীর খোঁজ নিচ্ছেন। শুভেচ্ছাবার্তা আসছে দেশ-বিদেশ থেকে।

গত বৃহস্পতিবার ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে এসে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছিলেন বরিস। নিয়মিত প্রশাসনিক কাজকর্মও করে গিয়েছেন। চিকিৎসকদের মতে, কোভিড-১৯ রোগীকে অত্যন্ত দুর্বল করে দেয়। শরীরে জলাভাব দেখা দেয়। ঠিকমতো বিশ্রাম নেননি বলেই গতকাল অতটা অসুস্থ বোধ করছিলেন তিনি। চিকিৎসকদের আশা, দিন দশেকের মধ্যে সম্পূর্ণ সেরে উঠে ফের কাজে যোগ দিতে পারবেন প্রধানমন্ত্রী। সূত্র: সিএনবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্যে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ