Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরে জনগণের মধ্যে করোনা আতংক সম্পর্কে সচেতনতা সৃষ্টি হয়নি

বাজারে উপচেপড়া ভিড়-রাস্তায় যানজট

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২০, ১:১৪ পিএম

করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্ব আতংকিত হলেও দিনাজপুরে হাট-বাজার রাস্তায় লোক সমাগম ও যানবাহন চলাচল দেখে এর কিছুই বোঝা যাচ্ছে না। সকাল থেকে দুপুর পর্যন্ত আগের মতই রাস্তায় যানজট লেগে থাকছে। বাজারে মানুষের উপচেপড়া ভিড়।

দিনাজপুরে গতকাল পর্যন্ত গতকাল ৭ এপ্রিল পর্যন্ত মাত্র ১৯ জনকে হোম কোয়ারেন্টাইমে রাখা হয়েছে। জেলার ১৩ উপজেলা থেকে মাত্র ১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৭ জনের নেগেটিভ পেয়েছে। বাকিগুলি পরীক্ষা চলছে। প্রশাসনের একটি সুত্র মতে দিনাজপুরে ২৬০০ জন বিদেশ ফেরত রয়েছে। যাদেরকে নজরে রাখা হয়েছে।

এদিকে পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে। মোবাইল কোট পরিচালনা করে জরিমানা করা হচ্ছে। গত দুদিন ধরে প্রশাসন একটু শক্ত হলেও সামাল দেয়া যাচ্ছে না। জনগনকে বোঝানো যাচ্ছে না। ফলে অন্যান্য জেলার মত দিনাজপুরেও প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সচেতনতা

৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ