Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধ্যরাতে সুবিধাবঞ্চিতদের পাশে ববি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

করোনা মোকাবিলায় ইতোমধ্যে দেশের শিক্ষা-প্রতিষ্ঠানসহ অনেক অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার প্রভাব পড়েছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। ইতিমধ্যে বন্ধ করা হয়েছে সব ধরনের শুটিং। পাশাপাশি তারকারাও এ মহামারি ভাইরাস নিয়ে নানান ধরনের পোস্ট দিচ্ছেন তাদের ফেসবুকে, এবং পাশে দাঁড়াচ্ছেন অসহায় মানুষের। সেই কাতারে এবার যুক্ত হলেন নায়িকা ববি। তবে দিনের আলোতে নয়, মধ্যরাতে বেশ গোপনেই সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালেন তিনি। গত দুইদিন ধরে রাজধানীর কারওয়ান বাজার, মিরপুরসহ বেশ কয়েকটি জায়গায় অসহায় মানুষদের ত্রাণ দিয়ে সাহায্য করছেন এই নায়িকা। ববি বলেন, আমি কিছুদিন আগে রাতে বাসায় ফেরার পথে রাস্তায় কিছু মানুষকে দেখি, দেখেই মনে হচ্ছিলো তারা বেশ কষ্টে আছে। আর তাই নিজের জায়গা থেকে গত দুইদিন ধরে বেশ কিছু খেটে খাওয়া মানুষকে নিজের সাধ্যমত কিছু দিয়ে সহায়তা করার চেস্টা করছি। এদিকে, ববির গ্রামের বাড়ি জামালপুরে মসজিদ ও মাদ্রাসায় সহায়তা করেছেন বলেও তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ববি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ