বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাকালে সরকার ঘোষিত ছুটিতে প্রায় জনমানবশূন্য সড়কে পেটের দায়ে রিকশা নিয়ে বের হন তিনি। প্যাডেল মারিছলেন, ঘুরছিল তিন চাকা। হঠাৎ বন্ধ হয়ে যায় নিজের জীবনের চাকা। পড়ে যান রাস্তায়। তার মৃত্যু হলো সড়কেই।
সোমবার সকাল ৮টার দিকে নগরীর চকবাজার অলি খাঁ মসজিদ মোড়ে সড়কের ওপর প্রাণ গেছে পঞ্চাশোর্ধ্ব ওই রিকশাচালকের। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশা চালিয়ে অলি খাঁ মসজিদ মোড়ে এসে হঠাৎ খারাপ লাগছে বলেই মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। পরে থানায় খবর দেওয়া হয়। মৃত ব্যক্তির পাশে কিছু টাকা-পয়সা পড়ে ছিল।
পুলিশ জানায়, অলি খাঁ মসজিদের সামনে ওই রিকশাচালক পড়েছিলেন। পরে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।