Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএসসিসির অভিযানে সাত রিকশা জব্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত ও অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
চলমান অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার সদরঘাট বেড়ীবাঁধ সংলগ্ন বাগানবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ডিএসসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার এ অভিযান পরিচালনা করেন। এ সময় ব্যাটারি চালিত সাতটি অবৈধ রিকশা জব্দ করে ডাম্পিং করা হয়। চকবাজার সার্কেল এর সহকারী পুলিশ কমিশনার ইলিয়াস হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
গত রোববারও অভিযান শুরুর পর রাস্তায় আসা রিকশার লাইসেন্স তল্লাশি করছে টিমের সদস্যরা। যেসব রিকশার কাগজপত্র নেই সেগুলো জব্দ করে ডাম্পিংয়ে দেয়া হয়েছে। প্রথমদিনের অভিযানে নিবন্ধন না থাকায় অন্তত ১৫টি রিকশা জব্ধ করেছেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাত রিকশা জব্দ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ