Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

জনপ্রিয়তা বাড়ছে বাইডেনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা থমকে গেলেও নিবন্ধিত ভোটারদের মধ্যে ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশী জো বাইডেনের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে বলে এক জরিপে আভাষ পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসসের করা এ জরিপে ৪৬ শতাংশ ভোটার বলেছেন, প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেলে তারা বাইডেনকেই সমর্থন দেবেন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন মাত্র ৪০ শতাংশের সমর্থন। সোম ও মঙ্গলবার এক হাজার ১১৪ নিবন্ধিত ভোটারের উপর এ জরিপ হয়। এর আগে ৬ থেকে ৯ মার্চ হওয়া একই রকম অন্য এক জরিপে বাইডেন ট্রাম্পের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে ছিলেন বলে জানিয়েছে রয়টার্স। মঙ্গলবার প্রকাশিত জরিপের ফল বিশ্লেষণ করে এই বার্তা সংস্থাটি বলছে, করোনাভাইরাসের কারণে লোকচক্ষুর আড়ালে চলে গেলেও বাইডেনের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। অন্যদিকে ভাইরাস মোকাবেলায় পাদপ্রদীপের আলোয় থেকেও ট্রাম্প তার অবস্থার উন্নতি ঘটাতে পারছেন না। ডিসেম্বরে শেষদিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে এক লাখ ৮৪ হাজার ছাড়িয়ে গেছে; মৃত্যুর সংখ্যা চার হাজার পেরিয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাবে নভেম্বরের নির্বাচন নিয়ে ডেমোক্রেট মনোনয়নপ্রত্যাশীদের প্রচার থেমে আছে। বাইডেনকেও নানান কর্মস‚চি ও অর্থ উত্তোলন বন্ধ রাখতে হয়েছে। অনেক অঙ্গরাজ্য মনোনয়নপ্রত্যাশীদের প্রাইমারি ও ককাসও স্থগিত করেছে। জরিপে করোনাভাইরাস যে সমগ্র যুক্তরাষ্ট্রকে হতবিহŸল করে দিয়েছে, তারও আঁচ মিলেছে। এতে অংশ নেওয়া ৮৯ শতাংশ বলেছেন, তারা প্রাণঘাতী এ ভাইরাসটি নিয়ে ‘ব্যাপক’ কিংবা ‘একরকম’ উদ্বিগ্ন। ২৬ শতাংশ জানিয়েছেন করোনাভাইরাসের কারণে তারা চাকরি হারিয়েছেন কিংবা বাধ্যতাম‚লক অবৈতনিক ছুটি দেওয়া হয়েছে। এ সংখ্যা আগের সপ্তাহে করা একইরকম অন্য আরেকটি জরিপের চেয়ে তিন পয়েন্ট বেশি। মানুষজনকে ঘরবন্দি রাখতে স্বাস্থ্যকর্মীদের দেওয়া নির্দেশনা মানতে গিয়ে প্রতিষ্ঠানগুলো কর্মীসংখ্যা কমিয়ে আনছেন বলেও অভিযোগ করেছে এ প্রাপ্তবয়স্করা। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাইডেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ