Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাঙ্গায় ট্রাক-মোটরস্ইাকেলের মুখোমুখি সংঘর্ষ চালক নিহত, আহত ১

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২০, ৪:৪৩ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. হৃদয় সর্দার (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সে বাগেরহাট জেলার ফকিরহাট থানার মো. ইলিয়াস সর্দারের ছেলে ও একজন গার্মেন্টসের ঝুট ব্যবসায়ী বলে জানাগেছে। বৃহ¯পতিবার সকালে উপজেলার ভাঙ্গা-মাওয়া মহাসড়কের তারাইল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।স্থানীয় হাইওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, নিহত হৃদয় সর্দার তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে (ঢাকা মেট্রো ল ২৫-৯৮৩৪) চালিয়ে তার খালাত ভাই রুবেলকে (৩০) নিয়ে গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় ভুলক্রমে লেন পরিবর্তণ করে অপরদিক থেকে আসা একটি ট্রাক (যশোর ড ১১-০১২০) ঘটনাস্থলে পৌছালে মোটরসাইকেলটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটির চালক ও আরোহী ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই চালক হৃদয় সর্দার নিহত হয় ও আরোহী গুরুতর আহত হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ লাশটি থানায় নিয়ে আসে এবং আহতকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেেেক্স নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়। এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. জুয়েল জানান,লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল ও ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। তবে ট্রাকটির চালক ও হেলপার পলাতক থাকায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ