বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের কর্ণফুলীতে ভূমিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দেওয়া ত্রাণসামগ্রী বিতরণ নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় বড়উঠান ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. সুমনের নেতৃত্বে দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসম্পাদক সেলিম উদ্দিনের বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। পরে কর্ণফুলী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার রাতে ডাকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন, সেলিম উদ্দিন (২৭), তার পিতা সাইফুদ্দিন (৪৫), মা রশিদা বেগম (৪৫) ও চাচা শাহজাহান (৩৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষ থেকে কর্ণফুলী উপজেলায় অসহায়, খেটে খাওয়া দিনমজুর ও দরিদ্র মানুষের তালিকা তৈরি করে তাদের খাবার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়। গত মঙ্গলবার রাতে বড়উঠানে এসব খাদ্য বিতরণের ব্যাপারে একই এলাকার বাসিন্দা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসম্পাদক সেলিম উদ্দিনের সাথে ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার সুমনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে ইউপি মেম্বার সুমন ও তার অনুসারীরা সকালে লাঠিসোটা নিয়ে ছাত্রলীগ নেতার বাড়িতে শোডাউন দেন। পরে বিকেলে তার ঘরে হামলা হয়।
এ ব্যাপারে কর্ণফুলী থানার ওসি ঈসমাইল হোসেন জানান, ত্রাণ বিতরণ নিয়ে ছাত্রলীগ নেতার সাথে স্থানীয় ইউপি মেম্বারের কথা কাটাকাটি হয়। এর জেরে ছাত্রলীগ নেতার বাড়িতে ঢিল ছোড়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছে। বৈঠকের মাধ্যমে সমাধান করা হবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।