বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলা সদর হাসপাতালের করোনাভাইরাস সন্দেহে আইসোলেশন ইউনিটে ভর্তি থাকা এক যুবক আজ পালিয়েছেন।
ভোলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, ওই যুবক গতকাল মঙ্গলবার জ্বর, সর্দি ও কাশি নিয়ে ভোলা সদর হাসপাতালে আসলে তাকে আইসোলেশন ইউনিটে রাখা করা করা। আজ বুধবার তার নমুনা সংগ্রহের কথা ছিল। কিন্তু তিনি এর আগেই পালিয়ে যান।
তবে কেন তিনি পালিয়ে গেছেন, সেটা আমরা জানতে পারিনি।
তাকে খোঁজার উদ্যোগের কথা বলে তিনি বলেন, তিনি ভোলা শহরতলীর বাপ্তা এলাকার শেলটেক টাইলস করাখানায় কাজ করেন। তার বাড়ি রংপুর এলাকায় বলে জানা গেছে।
সিভিল সার্জন আরো জানান, ভোলার সাতটি উপজেলায় এ পর্যন্ত ৪২৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। এদের মধ্যে ২৬৫ জনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে। এখন ১৬৪ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এছাড়া আরো একজন আইসোলেশনে রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।