Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

চালু হচ্ছে মোস্তফা-হাকিম আইসোলেশন সেন্টার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

আলহাজ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং অর্থায়নে নগরীর উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম ডিগ্রী কলেজ ক্যাম্পাসে ৫০ বেডের করোনা আইসোলেশন সেন্টার চালু হচ্ছে। গতকাল রোববার সাবেক সিটি মেয়র ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মনজুর আলমের সভাপতিত্বে এক জরুরি সভায় সেন্টার চালুর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম। সংক্রমণ অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ৫০ বেডের করোনা আইসোলেশন সেন্টার চালুর সিদ্ধান্ত হয়। আগামী ৭ আগষ্ট এটি চালু হবে। সভায় ফাউন্ডেশনের পরিচালক নিজামুল আলম, মোহাম্মদ সরোয়ার আলম, ফারুক আজম, সাইফুল আলম, ডাঃ মেসবাহ উদ্দিন তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ