বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাস প্রতিরোধে দূরত্ব বজায় না রেখে জনসমাগম করায় ৭জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার রাতে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মোঃ হাফিজুর রহমান টুটুল।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে সোমবার রাতে জনসমাগমরোধে ভ্রাম্যমান আদালত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় সরকারী আদেশ অমান্য করে দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধে ভাওয়াল এলাকার কামরুল ইসলাম, নারানদিয়া বাজারে মংরেজ, মাঝারদিয়া বাজারে আনিস, বাংরাইল মোড়ে হাফিজুর রহমান ও চান্দাখোলা বাজারের মনির হোসেনসহ প্রত্যেককে ৫শত টাকা এবং চান্দাখোলা স্ট্যান্ডের দোকানদার হাই মোল্যা ও মিরাজ মোল্যাকে ১হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।