Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাউন ঝালকাঠির ৩টি বাড়ি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২০, ২:১২ পিএম

ঝালকাঠির নলছিটি পৌর এলাকার শ্বশুর বাড়িতে বেড়াতে আসা এক ব্যক্তি জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হওয়ায় ওই বাড়িসহ আশপাশের তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে। মঙ্গলবার সকালে করোনাভাইরাস সতর্কতায় ওই সব বাড়ির সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন লাবু জানান, অসুস্থ ওই ব্যক্তির বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তিনি ভারতে থাকতেন। ভারত থেকে সোমবার সকালে নলছিটির শ্বশুর বাড়ি আসেন। তিনি তখন অসুস্থ ছিলেন।

খবর পেয়ে স্থানীয় লোকজন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারকে জানান। ইউএনওর নির্দেশে তিনটি বাড়িতে লাল নিশান টাঙিয়ে লকডাউন করা হয়। বাড়ির সদস্যদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

১১ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ