Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বরিশালের করোনা ইউনিটে চিকিৎসারত অবস্থায় মৃত পটুয়াখালীর জাকির হাওলাদারের শ্বশুর বাড়ী ইতোমধ্যে লকডাউন

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ৭:০৮ পিএম

আজ সকালে পটুয়াখালীর গলাচিপার বকুলবাড়িয়া ইউনিয়নের পশ্চিম পাতাবুনিয়া গ্রামের জাকির হাওলাদার (৪০)বরিশাল শে,বা,চি,ম হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা : আ: মতিন জানান,গতকাল দুপুরে শ্বাসকষ্ট,জ্বর ও কাশি নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় জাকিরকে পটুয়াখালী হাসপাতালে নিয়ে আসা হয়। রুগীর দ্রুত আইসিইউর ব্যবস্থা প্রয়োজন বিধায় তাৎক্ষনিক তাকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা: মো: জাহাঙ্গীর আলম জানান, মৃত জাকির পটুয়াখালীর গলাচিপার বকুলবাড়িয়া ইউনিয়নের পশ্চিম পাতাবুনিয়া গ্রামের মৃত মাওলানা আ: মতিনের ছেলে ।জাকির অসুস্থ অবস্থায় শ্বশুর বাড়ীর সদর উপজেলার বহালগাছিয়া গ্রামে আ: রবের বাড়ীতে অবস্থান করছিল ।তাই তার শ্বশুর বাড়ীকে লকডাউন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।এছাড়া ও জাকিরকে বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী বরিশাল থেকে নিয়ে আসার পরে গ্রামের বাড়ী গলাচিপার পশ্চিম পাতাবুনিয়ায় দাফন করা হবে ,সে অনুযায়ী নির্দেশনা উপজেলা প্রশাসনকে দেয়া হয়েছে ।

এদিকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: মনিরুল ইসলাম এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকলে সাড়ে চারটায় জানান,এখন পর্যন্তÍ মৃতদেহ পৌছেনি,আমরা সকল প্রস্তুতি নিয়ে রেখেছি,নির্দেশনা অনুযায়ী দাফন শেষে পরবর্তীতে আমরা মৃতের বাড়ী লকডাউন করে দেব।

এদিকে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান,জেলা প্রশাসক মো: মতিউল ইসলাম চৌধূরীর নির্দেশে আজ দুপূরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতী , লাল পতাকা টানিয়ে মৃত জাকির হাওলাদারের শ্বশুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া গ্রামে আ: রবের বাড়ী লক ডাউন করার ঘোষনা দিয়ে আসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

১১ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ