Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আকিজের করোনা হাসপাতাল নির্মাণে বাধা, ফেইসবুকে ক্ষোভ-প্রতিবাদ

আবদুল মোমিন | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ১০:১০ এএম

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় আকিজ গ্রুপের হাসপাতাল নির্মাণ কাজে বাধা দেওয়ায় সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন দেশের সচেতন নাগরিক সমাজ। করোনা আক্রান্তদের পর্যাপ্ত চিকিৎসাসেবা নিয়ে যখন দেশে গভীর উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে তথন এই ধরনের মহৎ উদ্যোগে বাধা দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।

জানা যায়, স্থানীয় কাউন্সিলরকে চাঁদা না দেয়ায় থামিয়ে দেয়া হয় করোনার জন্য আকিজ গ্রুপের ৩শ' শয্যার অস্থায়ী হাসপাতাল নির্মাণ কাজ। টাকা না পেয়ে স্থানীয় জনতাকে লেলিয়ে দেয় কাউন্সিলির। পরে অবশ্য পুলিশের সহযোগিতায় কাজ আবার চালু হয়।

শাহীন পারভেজ লিখেছেন, ‘‘এ কেমন জাতি আমরা যেখানে আমাদের জন্য হাসপাতাল হচ্ছে সেখানে আমরাই বাধা দিচ্ছি। ভালো উদ্যোগ গুলো যেন বাঁধার মুখে না পরে। আশা করি সরকার সহযোগিতায় এগিয়ে আসবে। আর আকিজ গ্রুপের কাছে অনুরোধ বাঁধা আসবেই, আপনারা এগিয়ে যান মহান আল্লাহ আপনাদের সহায় হবে ইনশাআল্লাহ।’’

কাজী মাহমুদুল হাসান লিখেছেন, ‘‘নিজেদের ভালো জারা বোঝেনা তারা রাস্তা ঘাটেই মরে। জোড় করে খমতা প্রয়োগ করে হলেও হাসপাতাল বানানো উচিত।সরকারের উচিত ওখানে নিরাপত্তা দেয়া। যেকোনো ভালো কাজে বাধা আসবেই। যারা বাধা দিচ্ছে ওরা কিভাবে নিশ্চিত হলো ওরা আক্রান্ত হবে না!’’

মো. মোরশেদ লিখেছেন, ‘‘যারা বাধা দিচ্ছে তাদেরকে আইনত ভাবে ব্যবস্থা করা হোক এবং প্রশাসনের মাধ্যমে সেনাবাহিনীর মাধ্যমে তাদেরকে ওই জায়গা থেকে সরিয়ে নেওয়া হোক, হাসপাতালটি খুবই দরকার। সব বাঁধাকে উপেক্ষা করে এই হাসপাতাল তৈরির কাজ সমাপ্ত হোক, সেই দোয়া রইলো। আল্লাহ আপনার সহায় হোন। আমিন।’’

মনির হোসেন লিখেছেন, ‘‘আজ এখানে হাসপাতাল না হয়ে পাঁচ তারকা মানের ক্যাসিনো হলে পাতিনেতা না বরং কেন্দ্রীয় নেতাদের ঢল বইতো কে কি ভাবে কত % নিবে তার হিসেবে নিকেশ হতো। হাসপাতালে তো তাদের কোনো লাভ নাই। সরকার ও তাদের মন্ত্রীরা করোনা নিয়ে অসার ফালতু আর তেলবাজি ছাড়া কিছুই করে নাই, মানুষও সঠিক সচেতন হয় নাই, কোন প্রস্তুতি ছিল না এখনও নাই। জাতি এই ব্যার্থতার জন্য এ সরকারকে ছেড়ে দেবে না এক সময়।’’

শাহরিয়ার আমান লিখেছেন, ‘‘এই দেশের জনগন হিসেবে খুবই লজ্জিত আমরা। কোয়ারান্টাইন সেন্টার করতে বাধা আসে, কবর দিতে গেলে বাঁধা আসে, এখন হাসপাতাল তৈরি করবে তাও বাঁধা আসলো।হায়রে বাঙ্গালী সত্যি লজ্জিত আমি।’’



 

Show all comments
  • ash ৩ এপ্রিল, ২০২০, ২:৫২ এএম says : 0
    JARA HOSPITAL GORTE BADHA DICHE, ODER CHAMRA TULE NEWA WICHITH !!!!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ