Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউড তারকা কনিকার সংস্পর্শে করোনাক্রান্ত প্রিন্স চার্লস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২০, ৮:৫৭ পিএম

বলিউড তারকা কণিকা কাপুরের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ব্রিটেনের রাজপরিবারের অন্যতম সদস্য প্রিন্স চার্লসের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়। সেই ছবিতে দেখা যায়, একটা পার্টিতে ‘বেবি ডল’ কনিকার সাথে বৃটেনে প্রিন্স চার্লসের দেখা হয়েছিল। তবে বৃটেনের কোনো গণমাধ্যমে এ ধরনের সংবাদ এখনও প্রকাশিত হয়নি। -জিনিউজ

এই ছবি দেখেই নেটিজেনরা ধারণা করছেন, নায়িকা কণিকার কারণেই করোনায় আক্রান্ত হয়েছেন প্রিন্স চার্লস। তবে কণিকা কাপুরের ব্যক্তিগত সহকারী নিকতা মেহতা জি নিউজকে বলেন, কনিকা এবং চার্লসের এই ছবি অনেক পুরনো। বর্তমানে দুজনেই করোনা সংক্রমিত হওয়ায় ভাইরাল হয়েছে ওই ছবি।
কণিকা কাপুর বর্তমানে ভারতে কোয়ারেন্টাইনে আছেন অন্যদিকে প্রিন্স চার্লসও স্কটল্যান্ডের প্যালেসে আইসোলেশনে চিকিৎসার মধ্যে রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্যে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ