Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনার সংক্রমণ রোধে লেবাননে হিজবুল্লাহর ২৫ হাজার সদস্য মোতায়েন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২০, ১:১০ পিএম

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, মরণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে লেবাননের স্বাস্থ্য খাতে এবং জীবাণুনাশক কাজে সহায়তা দিতে তারা ২৫ হাজার সদস্য মোতায়েন করেছে।

হিজবুল্লাহর কার্যকরী পরিষদের প্রধান সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিন বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধ করার জন্য হিজবুল্লাহর এক হাজার ৫০০ ডাক্তার, তিন হাজার নার্স এবং পাঁচ হাজার স্বাস্থ্যকর্মী এবং ১৫ হাজার মাঠকর্মী লেবাননের বিভিন্ন শহরে নিয়োগ দেয়া হয়েছে।

সাইয়্যেদ সাফিউদ্দিন বলেন, হিজবুল্লাহর সদস্য, চিকিৎসা সামগ্রী এবং হাসপাতাল লেবাননের স্বাস্থ্য বিভাগের অধীনে ন্যস্ত করা হয়েছে। এছাড়া, হিজবুল্লাহর সংগ্রহ করা অর্থ সাহায্য লেবাননের গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। লেবানের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার (২৫ মার্চ) জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত ৩৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ বেলা ১১ টা ১৫ মিনিট পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২১ হাজার ২৯৬ জন। আর আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ৫৩৯ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৪ হাজার ৬৯৪ জন। সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৯৮টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। সূত্র : পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লেবানন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ