পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
বায়তুল্লাহ, মসজিদে নববী ও দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া জারির পর এবার মিশরের জামিয়া আজহার (আল-আজহার বিশ্ববিদ্যালয়) উলামা সুপ্রিম কাউন্সিল করোনার কারণে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় এবং জুমার নামাজ বন্ধ রাখার ফতোয়া জারি করেছে। -আল আরাবিয়া, ইন্ডিপেন্ডেন্ট (উর্দু), ডেইলি পাকিস্তান, এইওয়াতান (মিশর)
মিশরের আওকাফ (ওয়াকফ) মন্ত্রী ড. মুহাম্মদ মুখতার জুমা জোর দিয়ে বলেন, শুক্রবার প্রতিষ্ঠার অন্যতম শর্ত হ'ল এর প্রতিষ্ঠার জন্য সুরক্ষার প্রাপ্যতা এবং সুরক্ষা ধারণাটি হ'ল জনগণের জীবনের নিরাপত্তা। যেহেতু শুক্রবার প্রতিষ্ঠার ক্ষেত্রে জনগণের জীবনের আশঙ্কা, তাই জুমা বন্ধ রাখাই উচিত।
জামিয়া আজহারের ফতোয়ায় বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সরকারি নির্দেশনা মেনে মসজিদে জামাত এবং জুমার নামাজ আদায় থেকে বিরত থাকা যাবে।
ফতোয়াটিতে আরও বলা হয়েছে, ইসলামি শরিয়াতের বড় একটি উদ্দেশ্য হলো, জীবন বাঁচানো এবং সবরকম ক্ষতি ও আশঙ্কা থেকে নিজেকে রক্ষা করা। চলমান এই পরিস্থিতিতে মসজিদে নামাজ আদায়ের জন্য ভীড় করলে ভাইরাসটি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অতএব, মসজিদে নামাজ আদায় বন্ধ রাখতে হবে।
এদিকে পাকিস্তানের আলেমগণ পরামর্শ দিয়ে বলেছেন, বাচ্চা এবং পঞ্চাশ বছরের বেশি বয়স্ক এবং যে কোনো ধরণের অসুস্থ রোগীরা মসজিদে আসা থেকে বিরত থাকবে।
বর্তমানকরোনা মহামারিময় পরিস্থিতিতে মক্কা-মদীনার পর মসজিদে যাওয়া না যাওয়ার বিষয়ে ফতোয়া জারি করে ভারতের দারুল উলুম দেওবন্দ। ফতোয়ায় বলা হয়, সরকার যেসব এলাকায় কারফিউ বা লকডাউন জারি করেছে, অথবা যেসব এলাকায় জমায়েত থেকে নিষেধাজ্ঞা জারি করেছে, সেসব এলাকার আমজনতা মসজিদে না এসে নিজেদের ঘরেই নামাজ আদায় করবে। মসজিদগুলোতে জামাত চালু রাখার জন্য ইমাম-মুয়াজ্জিনসহ দুএকজনে নামাজ আদায় করে নিবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।