Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএমএফ’র কাছে জরুরি সহায়তা চেয়েছে ৮০ দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাস মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ৮০টি দেশ জরুরি সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা। মঙ্গলবার জি-২০ অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলন আহ্বানের পরে এক বিবৃতিতে এ কথা জানান তিনি। তিনি বলেন, ‘ইতোমধ্যে ৮০টি দেশ জরুরি সহায়তা চেয়েছে। আমরা সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। আমরা করোনা মোকাবিলার জন্য জরুরি তহবিল ছাড়াও ঋণ প্রদানের সক্ষমতা ১ ট্রিলিয়ন ডলার বাড়িয়েছি।’ তিনি আরো বলেন, ‘বিশ্বব্যাপী আগের আর্থিক সংকটের চেয়ে এবারের মন্দা আরো খারাপ প্রভাব ফেলবে। কিন্তু আমরা আশা করছি, ২০২১ সালে এই অবস্থা ঘুরে দাঁড়াবে। সেটি করার জন্য আমাদের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে হবে। অর্থনীতির ক্ষতি বহুমাত্রিক হলেও প্রথম কাজ হলো যত দ্রুত সম্ভব ভাইরাসটিকে থামাতে হবে।’ তিনি আরো উল্লেখ করেন, করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট মহামারিতে ইতিমধ্যে যে ক্ষতি হয়েছে সেটি অপ‚রণীয়। ক্ষয়ক্ষতি কমাতে বিশ্বনেতৃবৃন্দ সচেষ্ট হয়েছেন। বিশ্বের প্রধান প্রধান কেন্দ্রীয় ব্যাংক নীতিসহায়তার মাধ্যমে এগিয়ে এসেছেন। তিনি তাদেরকে স্বাগত জানিয়ে বলেন, ‘শুধু সুদের হার কমানোই নয়, আর্থিক জোটের মাধ্যমে আরো অনেক কিছুই করতে হবে। বিশ্বের উন্নত দেশগুলো খুব দ্রুতই সংকট মোকাবিলায় উদ্যোগী হয়েছে।’রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনারভাইরাস

৬ এপ্রিল, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ