Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অবিশ্বাসীদের আরো যন্ত্রণা দিতে দোয়া আইএসের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২০, ১২:০২ এএম

ইসলামিক স্টেট বা আইএস করোনাভাইরাস দিয়ে অবিশ্বাসীদের যন্ত্রণা দিতে আল্লাহ’র কাছে দোয়া করেছে। একইসঙ্গে তারা দাবি করেছে যে, এই মহামারির কারণে ধর্মযোদ্ধারা পিছু হটতে বাধ্য হয়েছে। খবর ডেইলি মেইলের। এ নিয়ে নিজেদের আল-নাবা প্রকাশনা থেকে একটি নিউজ লেটার প্রকাশ করেছে আইএস। এর আগে করোনাভাইরাসের বিস্তার রোধে নির্দেশনা দিয়ে আরেকটি নিউজ লেটার প্রকাশ করেছিল এই গ্রুপ। আল-মাসদার নিউজ জানিয়েছে, এই ভাইরাসকে মূর্তি পূজাকারী জাতিদের প্রতি আল্লাহর জবাব উল্লেখ করে ওই নিউজ লেটারে বলা হয়, আল্লাহ তার ‘সৃষ্টির বিভিন্ন জাতির ওপর যন্ত্রণাদায়ক সাজা আরোপ’ করেছেন। এরপর অবিশ্বাসী জাতিদের ওপর সাজার মাত্রা আরও বাড়াতে আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে বিশ্বাসীদের যেকোনো ক্ষতি থেকে রক্ষার আবেদন জানিয়েছে আইএস। তারা আবেদন জানিয়ে বলে, তাদের যন্ত্রণা বাড়িয়ে দিতে এবং এসব থেকে বিশ্বাসীদের রক্ষা করতে আমরা আল্লাহ’র কাছে আবেদন জানাই। একজন গবেষকের উদ্ধৃতি দিয়ে আইএস তাদের বিবৃতিতে জানায়, কেউ বিপথে গেলে অবশ্যই আল্লাহ তাকে কঠোর সাজা দেন এবং যারা তার বাধ্যগত তাদের প্রতি দয়া প্রদর্শন করেন। ভাইরাসের কারণে ‘ধর্মযোদ্ধারা’ পিছু হটতে এবং তাদের সামরিক উপস্থিতি বাড়াতে বাধ্য হয়েছে বলেও জানায় সন্ত্রাসী গ্রুপটি। আইএস করোনাভাইরাস এখনও নির্দিষ্ট কোনও নামে না ডাকলেও বিশ্বজুড়ে এর প্রভাবের বিষয়টি স্বীকার করে এর আগে তাদের যোদ্ধাদের সতর্ক করে দিয়েছে। আল-মাসদার নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনারভাইরাস

৬ এপ্রিল, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ