Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার মুক্তিতে নেতাকর্মীদের ভিড়, সোশ্যাল মিডিয়ায় সমালোচনা

আবদুল মোমিন | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ৭:৪৩ পিএম

করোনা আতঙ্কে বারবার নিষেধাজ্ঞা সত্ত্বেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে জোরপূর্বক যোগদান করেন দলটির হাজার হাজার নেতাকর্মী। এরআগে থেকেই দলনেত্রীকে গ্রহণ করতে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভিড় জমান। করোনা প্রাদুর্ভাবের মধ্যে তাদের এহেন দায়িত্বজ্ঞানহীন আচরণে বিস্মিত হয়েছেন দেশের সচেতন নাগরিক। সামাজিক মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অনেকে।

মো. নুরুল আমিন লিখেছেন, ‘‘যেখানে সর্বোচ্চ ৫ জন জমায়েত হওয়া নিষিদ্ধ। সেখানে এই ভাবে হাজার হাজার লোক একসংগে একত্রিত হওয়া খুবিই দুঃখজনক। আন্দোলনের সময় নেতাকর্মীদের পাওয়া যায় না একজন অসুস্থ মানুষকে আরো অসুস্থ করার জন্য এই সমাগম করছে সুবিধাভোগী বাঙালি।’’

কামরান উদ্দিন রাইহান লিখেছেন, ‘‘জানি না মানুষ এ রকম অসচেতন আর কেয়ারলেস হয় কী করে? সরকারের নজরদারী-ই বা কোন পর্যায়ে আছে? এগুলো দেখার কী কেউ নেই! এভাবে চলতে থাকলে এ দেশে করোনা (আল্লাহ না করেন) মহামারী আকার ধারণ করতে একটুও সময় নেবে না।’’

শাহরিয়ার আমান লিখেছেন, ‘‘পুলিশ এখন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। অন্য সময় ঠিকই লাঠিপেটা করতো। যদি এতই ভালোবাসা থাকে তাহলে ৬ মাস পার হলে দেখাও। তিন বছর জেলে বন্দী ছিলেন তখন তোমরা কোথায় ছিলে, ৫ মিনিট তো আন্দোলন করতে পারলে না সুবিধাবাদী আর এখন মায়া উথলিয়ে উঠছে।’’

কবির আহমেদ সুমন লিখেছেন, ‘‘এরা নেতাগিরি দেখাতে আসছে, এতদিন কোথায় ছিলে। ভুলে যাবে না, একজনের দয়ায় মুক্ত হয়েছেন উনি, আর আপনারা যেভাবে শোডাউন করছেন এতে মনে হচ্ছে জেলের তালা ভেঙে আপনারা আপনাদের নেত্রীকে মুক্ত করেছেন।’’

ফারহান খান লিখেছেন, ‘‘অন্যসময় পুলিশ বিএনপির লোকদের পিটিয়ে দাঁড়াতেই দেয় না আর আজকে এমন এক অবস্থায় ও পুলিশ কোন লাঠি চার্জ করলো না! পুলিশ কঠোর ভূমিকা নিলে এই পরিস্থিতি হত না বলে বিশ্বাস করি।’’

আলী আকবার লিখেছেন, ‘‘বারবার জনগণ প্রমাণ করেছে এখনও বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। এটি তো তার কাল ছিল যে, কেন তিনি এত জনপ্রিয়। সেই জন্য তাকে প্রতিহিংসাপরায়ণ হয়ে স্বৈরশাসকরা বন্দী করে রেখেছিল..।’’



 

Show all comments
  • Adad ২৫ মার্চ, ২০২০, ৮:০৪ পিএম says : 0
    Oti otshahi nata kormider thaka dura thakun. Ara o viras......... binimoy rog chorata pare kina vabta hova. Madam ka nirapoda rakun nizao nirapoda thakun. Inshallah.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশ্যাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ