Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামুতে ভাইয়ের আঘাতে ভাই খুন

রামু(কক্সবাজার) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ৪:৩৩ পিএম

রামুতে সহোদর ভাইয়ের হাতে এক ভাই নিহত হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উক্ত খুনের ঘটনায় গ্রাম বাসী অভিযুক্ত ওই খুনিকে (ভাইকে) ধরে পুলিশে সোপর্দ করেছে।

২৪ মার্চ (মঙ্গলবার) সকালে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম মনিরঝিল গ্রামের মৃত আবদুল হাসিমের পুত্র ওসমান গনি, আবদুর রহমান,আবদুর রহিমওআবদুননবী জমি সংক্রান্ত বিরোধের জেরে পার্শ্বর্তী সোনাইছড়ি নন্নাকাটা গ্রামে তাদের সহোদর ভাই গোলাম কাদের (২৭) উপর হামলা করলে সে গুরুতর আহত হয়।

পরে হামলাকারী সহোদর ভাইরা গোলাম কাদেরকে মুমুর্ষাবস্হায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তার মৃত্যু হলে লাশটি হাসপাতালে রেখেই তারা সেখান থেকে সরে পড়ে।

ওইদিন সন্ধায় গোলাম কাদেরের এক ভাই আবদুন্নবী পাশ্ববর্তী পুর্ব রাজারাকুল গ্রামে ঘোরাফেরা করলে এতে স্হানীয় গ্রামবাসীর সন্দেহ হয়,
গ্রামের লোকজন তাকে ধরে পুলিশে সোপর্দ করে।

তার স্বীকারোক্তিমতে ২৫ মার্চ বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার পুর্বক ময়নাতদন্ত সম্পন্ন করে। মনিরঝিল ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য জহিরউদ্দীন জানান জমি সংক্রান্ত বিরোধের জেরে সহোদর ভাইদের মধ্যে এভাবে খুনের ঘটনায় পুরো গ্রামবাসী হতভাগ।

কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি সদস্য গ্রামের বাসিন্দা মোঃ হোসেন জানান, নিহত গোলামকাদের তার ভাগীনা,
ছোটকাল থেকেই সে খুব ভদ্র ও নম্র ছিলো।

গ্রামবাসী গোলাম কাদের খুনের ঘটনায় সম্পৃক্ত সহোদর ৪ ভাইকে দ্রুত আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ