Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউসিবি পাবলিক পার্লামেন্ট-২০১৯ এর বিজয়ী দলের সংবর্ধনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ১২:১০ এএম

আগামী শুক্রবার এটিএন বাংলায় প্রচারিত হবে ইউসিবি পাবলিক পার্লামেন্ট-২০১৯ এর বিজয়ী দলসমূহের সংবর্ধনা অনুষ্ঠান। ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে বিশ^বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২০১৯ এর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপসহ বিজয়ী দলের বিতার্কিকদের এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বক্তব্য প্রদান করেন। সভাপতিত্ব করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। প্রধান বক্তা ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইডেন মহিলা কলেজের অধ্যাপক সাবরুনা আহমেদ ও এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার অধ্যাপক এরশাদ আহম্মেদ শাহীন প্রমূখ। প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ন ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজ এবং রানারআপ ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার বিতার্কিকদের সংবর্ধনা অনুষ্ঠানে ট্রফি, ব্যাক্তিগত ক্রেস্ট ও সার্টিফিকেট সহ চ্যাম্পিয়ন দুই দলকে দেড় লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা ও রানার আপ দলকে ৫০ হাজার টাকা সহ অন্যান্য পুরস্কার প্রদান করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এটিএন বাংলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ