Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে এটিএন বাংলায় ১০ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো এবারের ঈদ উপলক্ষে ৮ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। বিশেষ এই আয়োজনে ১৬টি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি প্রচার হবে। ছায়াছবিগুলো ঈদের আগের দিন থেকে শুরু করে ৭ম দিন পর্যন্ত সকাল ১০.৩০ মিনিট এবং দুপুর ৩.১০ মিনিটে প্রচার হবে। এই ১৬টি ছায়াছবির মধ্যে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ১০টির। প্রতি বছরই এটিএন বাংলা দর্শকদের জন্য একাধিক পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবির টিভি প্রিমিয়ার প্রচার করে থাকে। এ ধারাবাহিকতায় এবার ১০টি ছবি প্রথমবারের মতো দর্শকরা টিভি পর্দায় দেখতে পাবেন কেবলমাত্র এটিএন বাংলার পর্দায়। ঈদের দিন সকাল ১০.৩০টায় হবে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ভুল যদি হয়’। অভিনয় করেছেন সম্রাট, আলিশা প্রধান ও ইমন। দুপুর ৩.১০টায় প্রচার হবে বদিউল আলম খোকন পরিচালিত চলচ্চিত্র ‘রাজাবাবু’। অভিনয়ে শাকিব, অপু, ববি, সোহেল রানা। ঈদের পরদিন দুপুর ৩.১০টায় প্রচার হবে ওয়াজেদ আলী সুমনের ‘সুইটহার্ট’। অভিনয় করেছেন বাপ্পী, মিম, রিয়াজ ও দিতি। ঈদের তয় দিন সকাল ১০.৩০টায় প্রচার হবে মারুফ ও অরিন অভিনীত এবং কাজী হায়াৎ পরিচালিত ‘ছিন্নমূল’। দুপুর ৩.১০টায় প্রচার হবে সাফী ইকবালের ‘প্রেম মানেনা বাধা’। অভিনয় করেছেন শাকিব, অপু, সোহেল রানা প্রমুখ। ঈদের ৪র্থ দিন দুপুর ৩.১০টায় প্রচার হবে ওয়াজেদ আলী সুমনের ‘ফুল অ্যান্ড ফাইনাল’। অভিনয় করেছেন শাকিব ও ববি। ঈদের ৫ম দিন দুপুর ৩.১০টায় প্রচার হবে শাহীন সুমনের ‘খোদার পরে মা’। অভিনয় করেছেন শাকিব খান, সাহারা, ববিতা ও মিশা সওদাগর। ঈদের ৬ষ্ঠ দিন দুপুর ৩.১০টায় প্রচার হবে ওয়াজেদ আলী সুমনের ‘আজব প্রেম’। অভিনয়ে বাপ্পী, আঁচল, মিশা সওদাগর ও ওমর সানি। ঈদের ৭ম দিন সকাল ১০.৩০টায় সাফি উদ্দিন সাফির ‘ভালোবাসা এক্সপ্রেস’। অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। এছাড়া দুপুর ৩.১০ মিনিটে প্রচার হবে ‘আমার চ্যালেঞ্জ’। বদিউল আলম খোকন পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাকিব খান, সাহারা, কাজী হায়াৎ, প্রবীর মিত্র, মিশা সওদাগর প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদে এটিএন বাংলায় ১০ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ