বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাজার নিয়ন্ত্রণে সারা দেশে অভিযান অব্যাহত রয়েছে। গতকাল দেশের বিভিন্ন বাজার ঘুরে দাম বৃদ্ধির অভিযোগে কয়েক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অভিযানে সঙ্কট ও মূল্যবৃদ্ধি না করতে সতর্ক করে দেয়া হয়।
চট্টগ্রাম : করোনাভাইরাস আতঙ্কের মধ্যে বাজারে মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল সোমবার চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিনটি কাঁচাবাজার ও ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। বাজারে মূল্যবৃদ্ধি করায় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা এবং কয়েকজনকে সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারি ম্যাজিস্ট্রেট শিরীন আকতার বলেন, নগরীর চকবাজার ও মেহেদিবাগে তিনটি ফার্মেসিকে বিভিন্ন অপরাধে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব ফার্মেসিতে আনরেজিস্ট্রার ওষুধ পাওয়া যায়। অভিযানে ফার্মেসিগুলোকে হ্যান্ডস্যানিটাইজারসহ ওষুধের সঙ্কট ও মূল্যবৃদ্ধি না করতে সতর্ক করে দেয়া হয়।
মেহেরপুর : মাইকিং করে এলাকাবাসি জড়ো করে কাপড় বিক্রির অভিযোগে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মাষ্টার বস্ত বিতানের মালিক ফয়েজ উদ্দীনকে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি। সকালের দিকে ওই দোকানদারকে শতর্ক করার পরেও তার ব্যবসা অব্যাহত থাকায় গতকাল বেলা ১২ টার দিকে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ অর্থদন্ড দেওয়া হয়।
ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার থানা রোডের চার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সকালে শহরের থানা রোডে ধান ব্যবসায়ী শাহিন ট্রেডার্সে ধানের ক্রয়মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা, নিষিদ্ধ প্রসাধনী বিক্রি করায় মালতী স্টোরের মালিক নন্দ দুলালকে ২০ হাজার টাকা ও সুজল স্টোরের সুজল সাহাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ধানের ব্যবসায়ীকে জরিমানা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার ও দুই কসমেটিক্স ব্যবসায়ীকে জরিমানা করেন ঝিনাইদহ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মল্লিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এছাড়াও কাঁচা বাজারে মূল্যতালিকা না থাকায় আলু ব্যবসায়ী লিটু মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা।
মির্জাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মির্জাপুরে অতিরিক্ত মুল্যে নিত্যপন্য বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল উপজেলার গোড়াই সোহাগপাড়া বাজারে অভিযানের চালিয়ে এ অর্থদন্ড আদায় করা হয়।দন্ডপ্রাপ্তরা হলেন সোহাগপাড়া কাঁচাবাজারের পেঁয়াজ ব্যবসায়ী লুৎফর রহমান, চাল ব্যবসায়ী বিপ্লব সরকার, রতন সরকার ও শরীফুল ইসলাম। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।