মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তার চিকিৎসকের ‘করোনা-পজ়িটিভ’ ধরা পড়ার পরে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে গিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। শুক্রবার ৬৫ বছর বয়সি ম্যার্কেলকে নিউমোনিয়ার প্রতিষেধক ইঞ্জেকশন দিয়েছিলেন তার চিকিৎসক। আজ জানা যায়, চিকিৎসক ‘করোনা পজ়িটিভ’। তার পরেই স্বেচ্ছা কোয়ারেন্টাইনে চলে যান ম্যার্কেল। রোববার তার দফতর থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিন বাড়িতে থেকেই কাজকর্ম করবেন চ্যান্সেলর।
৮৫ কোটির শহর নিউ ইয়র্কে গত তিন ধরে কার্যত লকডাউন চলছে। আজ শহরের মেয়র বিল দ্য ব্লাসিয়ো জানান, মাস্ক ও চিকিৎসার অন্যান্য সরঞ্জাম বিলির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সেনাবাহিনীর সাহায্য চেয়েছেন তিনি। আমেরিকাতে মৃত বেড়ে ৩৭১। নিউ ইয়র্ক ছাড়া শিকাগো ও লস অ্যাঞ্জেলেসেও লকডাউন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘বাড়িতেই থাকুন। জীবন বাঁচান। জাতীয় ত্যাগ স্বীকারের আদর্শ সময়। ভালবাসার লোকজনকে যত্নে রাখারও সময়। আমরা জয় করবই।’
এত দিন কিছুটা স্বস্তি থাকলেও উদ্বেগ ফিরে এসেছে চীনে। সোমবার বেইজিং থেকে ১২টি শহরে আন্তর্জাতিক বিমান চলাচলে নিয়ন্ত্রণ কার্যকর করছে প্রশাসন। বাইরে থেকে আসা মানুষের মাধ্যমে করোনার প্রকোপ ঠেকানোর চেষ্টা করছে তারা। কালই বেইজিংয়ে ৪৬ জন নতুন আক্রান্তের খোঁজ মিলেছে, যারা ইউরোপ ও আমেরিকা থেকে দেশে ফিরেছেন। তিন দিন পরে ফের স্থানীয় ভাবে সংক্রমণের খবরও মিলেছে চিনের গুয়াংঝৌয়ে।
চাপ বাড়ছে স্পেনেও। আজ সকাল থেকে স্বাস্থ্য এবং নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেছেন দেশের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ। করোনা-সঙ্কটের জেরে জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়ানোর কথা ভাবছেন তারা। গত ২৪ ঘণ্টায় এখানে মৃত্যুর হার বেড়েছে ৩০ শতাংশ। শুধু আজ মৃতের সংখ্যা ৩৯৪। মোট সংখ্যা ১৭২০। ইউরোপে ইটালির পরে সবে চেয়ে ভয়াবহ দশা স্পেনেই। গোটা ইউরোপে আক্রান্তের সংখ্যা এখন অন্তত দেড় লক্ষে।
স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন, ‘সামনে আরও কঠিন দিন আসছে। শেষ বেলায় কঠিন হতে হবে। ঝুঁকি সর্বত্র।’ গত ১৩ মার্চ থেকে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এ দেশে। ভাবা হয়েছিল, ১৫ দিন চলবে। কিন্তু এখন যে ভাবে মৃত্যু বাড়ছে, লকডাউনও বাড়ানোর কথা ভাবতে বাধ্য হয়েছে প্রশাসন। দেশজুড়ে তৈরি হয়েছে বিশেষ হাসপাতাল। ২৫ হাজার ছুঁয়েছে আক্রান্তের সংখ্যা। শনিবারই এক ধাক্কায় ৫ হাজার নতুন আক্রান্তের খোঁজ মিলেছে।
বিশ্বে এখন ৩৫টি দেশ লকডাউন। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরির অবস্থার বিশেষজ্ঞ মাইক রায়ান বলেছেন, কেবল লকডাউন করে করোনাভাইরাসকে কাবু করা সম্ভব নয়। তার কথায়, ‘কারা অসুস্থ, তাদের খুঁজে বার করে বিচ্ছিন্ন করতে হবে। তারা যাদের কাছাকাছি গিয়েছেন, সংশ্লিষ্টদেরও আলাদা করে রাখতে হবে। লকডাউন করা সত্ত্বেও একটা বিপদ হচ্ছে, জনস্বাস্থ্য রক্ষায় কড়া পদক্ষেপ না করা হলে, গতিবিধিতে নিষেধ উঠে গেলে এবং লকডাউন তোলা হলে ফের ঝাঁপাবে করোনা।’
ব্রিটেনে এখনও পর্যন্ত মৃত ২৪০ জন। প্রধানমন্ত্রী বরিস জনসনের কথায়, ‘সংখ্যাগুলো ভয় জাগাচ্ছে। ইটালির থেকে দু’তিন সপ্তাহ মাত্র পিছিয়ে আমরা।’ শনিবারই আবার নতুন রেকর্ড গড়েছে ইটালি— কোভিড-১৯-এ ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। তবে গতকাল মৃতের সংখ্যা কমে এসেছে। এখন বলা হচ্ছে, আক্রান্তদের মধ্যে প্রতি ১০ জনে এক জন হচ্ছেন স্বাস্থ্যকর্মী। সূত্র: রয়টার্স, জিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।