বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আছেন ছয়জন। গতকাল রাত পৌঁনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা লবণবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ম্যাজিক (পিকআপ ধরনের) গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। লোহাগাড়ায় জাঙ্গালিয়া এলাকার চুনতি রেঞ্জ কার্যালয়ের সামনে সংঘটিত এই দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। তিনি জানান, উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।