বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল আলিম ওরফে কালু (৩৫) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে দুই পুলিশ সদস্য।
গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার খয়েরবাগান এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। কালু সাঁথিয়া উপজেলার রসুলপুর গ্রামের খোরশেদ আলী কসাইয়ের ছেলে ও এলাকার চিহ্নিত মাদকবিক্রেতা।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের সময় খয়েরবাগান এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে একদল মাদকবিক্রেতা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছু সময় গুলি বিনিময়ের একপর্যায়ে মাদকবিক্রেতারা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আলিম ওরফে কালুকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, একটি হাসুয়া ও একশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় আহত সাঁথিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ সুলতান ও কনস্টেবল শুভকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।