মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অর্কিডের নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে ভুটানে। ২০১৯ সালের সেপ্টেম্বরে বনবিভাগের একদল গবেষক ত্রোংসা জেলায় এই প্রজাতিগুলোর সন্ধান পান। কিছু প্রজাতি লুয়েনসে এলাকাতেও ছড়িয়ে আছে। গাছে জন্ম নেয়া এসব অর্কিডের ফুল হলুদ এবং ফুলের পাপড়িতে লালচে ম্যারুন দাগ রয়েছে। গত বছর প্রজাতিগুলো সংগ্রহ করা হলেও এগুলো যে বিশ্বে নতুন প্রজাতি তা এ বছর নিশ্চিত হওয়া গেছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) রেডলিস্ট অনুযায়ী এসব প্রাজাতি ভুটানে ‘বিপন্ন’ হিসেবে তালিকাভুক্ত। বুলবুফাইলাম নামের গণ-এর ৩৬টি প্রজাতি রয়েছে ভুটানে। তবে তাতে নতুন আবিষ্কৃত প্রজাতিগুলো ছিলো না। ভুটানে প্রায় ৫০০ প্রজাতির অর্কিড পাওয়া যায়। দেশের অনেক এলাকায় এখনো পুরোপুরি অনুসন্ধান চালানো যায়নি। ফলে অনেক প্রজাতি এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। কুয়েনসেল, এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।