পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভুটানের বাংলাদেশ দূতাবাস 'বাংলাদেশ-ভুটান ব্যবসায়িক সংলাপ' শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ সোমবার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুটানের নামকরা শহর বুমথাং-এ অনুষ্ঠিত সংলাপের কেন্দ্রবিন্দু ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক অর্জনগুলো তুলে ধরা এবং বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার দিকে বাংলাদেশের অগ্রগতি।
সংলাপে ভুটানের স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত অগ্রাধিকার বাণিজ্য চুক্তির (পিটিএ) সুবিধাগুলো বাড়ানোর বিষয়ে ধারণা বিনিময় করার সুযোগ দেওয়া হয়। বাংলাদেশ দূতাবাস জংখাগ বিজনেস ডেভেলপমেন্ট কমিটির (ডিবিডিসি) সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে, যা বুমথাং এলাকায় ভুটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) প্রতিনিধি। ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. কে. এম. শহীদুল করিম সংলাপে সভাপতিত্ব করেন এবং বুমথাং-এর গভর্নর কেসাং চোদেন দর্জি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।