Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীপুরে সচেতনতা অভিযান

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২০, ১২:০২ এএম

মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. আশরাফুল আলমের নির্দেশনায় গত বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেলের নেতৃত্বে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গাংনালিয়া, খামারপাড়া, শ্রীপুর ও লাঙ্গলবাঁধ বাজারে টাস্কফোর্সের জনস্বাস্থ্য বিষয়ক অভিযান পরিচালিত হয়। বিদেশ থেকে আগত নাগরিকগণের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন বলবৎ করার জন্য প্রচারমূলক এ অভিযান চালান হয়। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত জনতাকে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় সব ধরণের অনুষ্ঠান ও গণজমায়েত নিষিদ্ধের সরকারি আদেশ প্রতিপালনের আহবান জানান। প্রশাসনের এ অভিযান নিয়মিত চলবে বলে জানান। মাগুরা জেলা প্রশাসন ইতোমধ্যে জেলায় সব ধরনের গণজমায়েত, সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ড নিষিদ্ধ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ