Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৌরনদীতে গাড়ির ধাক্কায় মুসল্লি নিহত

গৌরনদী (বরিশাল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ৮:০৭ পিএম

বরিশালের গৌরনদীতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় আব্দুস সোবাহান বেপারী (৫৫) নামের এক মুসল্লি ঘটনাস্থলেই নিহত হয়েছে। বরিশাল-ঢাকা মহাসড়কে গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কটকস্থল এলাকার সাউদেরখালপাড় নামকস্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, ফজরের নামাজ আদায়ের জন্য গতকাল শুক্রবার ভোরে উপজেলার কটকস্থল গ্রামের সোবাহান বেপারী নিজ বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন। এ সময় মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় সে (সোবাহান) ঘটনাস্থলেই নিহত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল বাদজুম্মা মরহুমের জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ