Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

সোনাগাজীতে অগ্নিকান্ড

সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ১২:০২ এএম

সোনাগাজী উপজেলার উত্তর চরচান্দিয়া গ্রামে অগ্নিকান্ডে ৯ ঘর ভস্মিভূত হয়ে ১৫ লক্ষাধিক টাকার মালামাল আগুনে ভস্মিভূত হয়েছে।
জানা যায়, বুধবার রাত ৮টার সময় সোনাগাজী পৌর এলাকার উত্তর চরচান্দিয়া গ্রামের রশিদ সওদাগরের বাড়ির হেদায়েত উল্যাহর ঘরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। ওই সময় একই বাড়ির আরো ৪টি পরিবারের মালামালসহ ৯ ঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ১ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস দল আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষাধিক টাকা।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান- সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাড. রফিকুল ইসলাম খোকন, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, সোনাগাজী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলম ভূঁঞা, পৌরসভার কাউন্সিলর ইমাম উদ্দিন ভূঞা, কাউন্সিলর মো. ইয়াছিন, নাছির উদ্দিন লন্ডনী ও এম ফখরুল ইসলাম। মেয়র খোকন ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে ৫টি নতুন ঘর নির্মাণঘর নির্মাণ করে দেয়ার আশ্বাস দেন। তাদের তাৎক্ষণিক শুকনা খাবার কেনার জন্য নগদ ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন। চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকান্ড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ