Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাইরাসের বিরুদ্ধে একা লড়তে পারবেন না কেউই : কুরাইশি

একটি জাতি হিসেবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ১২:০২ এএম

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি বলেছেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বিস্তারের জন্য চীনকে দোষারোপ করা হচ্ছে। চীন থেকে শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে না আনার ক্ষেত্রে পাকিস্তান আত্মবিশ্বাসী ছিল। এসব শিক্ষার্থীদের কোনো ধরনের বিপদের মধ্যে পড়তে হয়নি। স¤প্রতি প্রেসিডেন্ট ডা. আরিফ আলভির সঙ্গে চীন সফর শেষে তিনি বলেন, কেউ-ই এই ভাইরাসের বিরুদ্ধে একা লড়তে পারবেন না। একটি জাতি হিসেবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। উহান থেকে মাত্র একজন আক্রান্ত হওয়ার খবর এসেছে। যখন আমরা এমন কোনো পরিস্থিতিতে পড়তে যাই, তখন আমাদের সঠিক সিদ্ধান্তটিই নিতে হবে। ভারতীয় নৃশংসতার বিরুদ্ধে যেভাবে ভ‚মিকা রাখা হয়েছে, এই ভাইরাস মোকাবেলায় তেমনি ভ‚মিকা রাখতে গণমাধ্যমের প্রতি আহŸান জানিয়েছেন তিনি। কুরাইশি বলেন, এখন কোনো মিছিল-সমাবেশের আয়োজনের সময় না। এদিকে করোনাভাইরাস মহামারীতে বিপর্যন্ত চীনে সরকারি সফর শেষে ফিরে আগাম সতর্কতাম‚লক পদক্ষেপ হিসেবে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তানের এই শীর্ষ ক‚টনীতিক। বুধবার দেশটির এক সরকারি বিবৃতি জানিয়েছে, তার শরীরে করোনাভাইরাস আছে কিনা; সেই পরীক্ষাও করা হবে। পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন থাকার ঘোষণা দিয়ে কুরাইশি বলেন, বিশেষজ্ঞরা আমাকে আইসোলেশনে যাওয়ার এবং পাঁচদিন পর করোনাভাইরাস পরীক্ষা করতে পরামর্শ দিয়েছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট ডা. আরিফ আলভির সফরসঙ্গী হিসেবে সোম ও মঙ্গলবার চীনে ছিলেন কুরাইশি। করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার পর প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে চীন সফরে যান ডা. আরিফ আলভির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। এসময় তারা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও ন্যাশনাল পিপলস কংগ্রেসের প্রধান লি ঝানসুর সঙ্গে বৈঠক করেন। এক্সপ্রেস ট্রিবিউন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ