মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক ধস ঠেকাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ৩৫০ বিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা করেছেন। ঘোষিত প্যাকেজ সহায়তা ব্রিটেনের জিডিপি’র ১৫ শতাংশ। এধরনের ঋণ গ্রহণ করার পর প্রথম ৬ মাসে কোনো সুদ দিতে হবে না। ঋণের পরিমাণ ৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত বৃদ্ধি করা হবে।-দ্য সান, মিরর, স্টার ইউকে
বরিস জনসন এধরনের অর্থনৈতিক সহায়তাকে শান্তির সময়ে ‘যুদ্ধকালীন’ মোকাবেলা হিসেবে অভিহিত করে বলেছেন অর্থনীতিকে রক্ষা করতে সবধরনের ব্যবস্থা নেয়া হবে। ব্রিটেনের ক্ষুদ্র ব্যবসায়ী, দোকান মালিক, বার ও রেঁস্তোরা মালিকদের ২৫ হাজার পাউন্ডের বিশেষ ঋণ সহায়তা দেয়া হবে।
বড় ব্যবসায়ীরা পাবেন মিলিয়ন ডলারের প্যাকেজ সহায়তা। স্কটল্যান্ড, ওয়েলস এন্ড নর্দান আয়ারল্যান্ডের জন্যে বরাদ্দ দেয়া হয়েছে ৩.৫ বিলিয়ন পাউন্ড। প্রয়োজনে ব্রিটিশ স্বাস্থ্য বিভাগকে আরো কয়েক বিলিয়ন পাউন্ড সহায়তা দেয়া হবে। ধারণা করা হচ্ছে ৫৫ হাজার ব্রিটিশ নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।