Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামালপুরে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ১২:০১ এএম

জামালপুরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর জুলুম নির্যাতন ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করা হয়েছে।
গত সোমবার দুপুরে ভুক্তভোগী পরিবার ও মুক্তিযোদ্ধাদের আয়োজনে শহরের পাঁচরাস্তা এলাকায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা সন্তান। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ডেপুটি কমান্ডার সুজাত আলী, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের যুগ্মসাধারণ সম্পাদক কেয়া মনি, ডা. মো. মাহমুদুল হাসানসহ আরও অনেকে। সংবাদ সম্মেলনে বক্তারা উল্লেখ করেন মেলান্দহ ফুলকুচা গ্রামের মো. আবুল মনসুরের ছেলে জকিরুল ইসলাম দুখু প্রতারনার মাধ্যমে ভূয়া হাসপাতালের কথা বলে বাড়ি ভাড়া নিয়ে সেখানে অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা শুরু করে। এসব বিষয়ে বাড়ির মালিক মাহফুজা আক্তার বাধা দিলে উল্টো তার নামে মামলা দিয়ে হয়রানী করছে বলে অভিযোগ করে। সেই সাথে মুক্তিযোদ্ধা এই পরিবারটিকে প্রাণ নাশের হুমকিও দিচ্ছে বলে অভিযোগ করেছে মুক্তিযোদ্ধারা। এ বিষয়ে জীবন বাঁচাতে ও মামলার হয়রানি থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারটি। উল্লেখ্য যে, জাকিরুল ইসলাম দুখু বিভিন্ন লোকদের চাকরি দেওয়ার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ সম্মেলন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ