Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

বরিশাল আ.লীগের সংবাদ সম্মেলন

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ১২:০০ এএম

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা আওয়ামী লীগকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালনে বাঁধা প্রদানের অভিযোগ করা হয়েছে বরিশাল-৪ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি পংকজ নাথ ও তার অনুসারীদের বিরুদ্ধে। একই সাথে কাজিরহাট থানা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙ্চুর করে খালে ফেলে দেবার অভিযোগ করেছে কাজীরহাট থানা আওয়ামী লীগ সভাপতি আ. জব্বার খান। সোমবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ¦ আ. জব্বার খান বলেন, এমপি পংকজ নাথ সংগঠনের গঠনতন্ত্র উপেক্ষা করে বিতর্কিত একের পর এক অসাংগঠনিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পর্যন্ত তিনি উপেক্ষা করছেন। গায়ের জোরে যখন তখন যাকে তাকে মনগড়া কমিটি তৈরি করে তাদের মাধ্যমে সংগঠন চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। বরিশাল জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক অনুমোদিত কমিটি না মেনে সকল সংগঠনের একটি ছায়া কমিটি তৈরি করে সেটাকেই মূল কমিটি হিসাবে চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বেচ্ছাচারিতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ