নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশ্বজুড়েই মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। ক্ষণে ক্ষণে বাড়ছে এর প্রকোপ। যার রেশ পড়েছে ক্রীড়াঙ্গণেও। বিশ্বের এই ক্রান্তিলগ্নে নতুন এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইতালির ২০০৬ বিশ্বকাপজয়ী দলের সদস্যরা। আক্রান্তদের পাশে দাঁড়াতে সহায়তার জন্য তহবিল গঠনের ঘোষণা দিয়েছে তারা।
বিশ্বজয়ী দলটির অধিনায়ক ফাবিও কানাভারো গতপরশুই এই উদ্দ্যোগের কথা জানান, ‘আমি ও আমার ২০০৬ বিশ্ব চ্যাম্পিয়ন দলের বাকি সতীর্থরা আবার মাঠে নেমেছি নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জরুরি অবস্থায় আমাদের দেশকে সাহায্য করতে ইতালিয়ান রেড ক্রিসেন্টের জন্য তহবিল সংগ্রহে কাজ করছি।’
শুধু ক্যানেভারো নয় তাদের ২০০৬ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক আলেসান্দ্রো দেল পিয়েরো, ফ্রান্সিসকো তত্তি, জিয়ানলুইজি বুফনরাও সাহায্যের আবেদন করেছেন। তাদের অধীনে চলছে এ তহবিল গঠনের ক্যাম্পেইন। অনেকেই সামাজিক মাধ্যমে করোনাভাইরাস আক্রান্তদের জন্য সাহায্য চেয়ে নানা ধরণের পোস্ট দিচ্ছেন। সাহায্য চেয়ে দেল পিয়েরো লিখেছেন, ‘আপনিও চাইলে আমাদের দলের অংশ হতে পারেন। মিলিতভাবে আমরা এখনও জিততে পারি।’ নভেল করোনাভাইরাসে চীনের পর সবচেয়ে বাজে পরিস্থিতিতে আছে ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৩৬৮ জনের মৃত্যু হয়েছে; মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮০৯ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।