মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বব্যাপী নতুন আতঙ্কের নাম করোনাভাইরাস। এর বিরুদ্ধে কার্যকর একটি ভ্যাকসিন খুঁজতে এবং এর বিকাশের জন্য বিশ্বজুড়ে ফার্মাসিউটিক্যাল কম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা চলছে। এই পরিস্থিতিতে স¤প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং জার্মানির মধ্যে দ্ব›েদ্বর সৃষ্টি হয়েছে।
সম্প্রতি জার্মান পত্রিকা ওয়েল্ট অ্যাম সোনট্যাগ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে লেখা হয়েছে, ট্রাম্প জার্মান ফার্মাসিউটিক্যাল সংস্থা কুরিভ্যাককে করোনাভাইরাসের একটি ভ্যাকসিন তৈরী করে দিতে ১ বিলিয়ন ডলারের বেশি অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। শর্ত দেওয়া হয়েছে যে, যুক্তরাষ্ট্রেরই শুধু এই ভ্যাকসিনটির ওপর একচেটিয়া অধিকার থাকবে।
যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাবের প্রতিক্রিয়ায় এআরডি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে জার্মানির অর্থনৈতিক ও জ্বালানি বিষয়ক মন্ত্রী পিটার আল্টমায়ার মন্তব্য করেছেন যে, জার্মানি কারো কাছে বিক্রি হয় না। জার্মান কুরিভ্যাক জানায়, বিশ্বের মানুষকে সহায়তা ও সুরক্ষার জন্য করোনভাইরাসের ভ্যাকসিন তৈরির জন্য কাজ চলছে। কুরভ্যিাক বিশ্বকে সহায়তা করতে চায়। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।