Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্স-সুইজারল্যান্ড-অস্ট্রিয়া সীমান্ত বন্ধ করছে জার্মানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ফ্র্রান্স, সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার সঙ্গে সীমান্ত অনেকাংশেই বন্ধ করে দিচ্ছে জার্মানি। সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছেন। জার্মানির গণমাধ্যম জানিয়েছে, সীমান্তগুলো সেমবার সকাল থেকেই বন্ধ করা হবে। তবে দেশগুলোর মধ্যে পণ্য পরিবহণ এবং নিত্যযাত্রী চলাচল অব্যাহত থাকবে। জার্মানিতে ৪ হাজার ৫৮৫ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে এবং ৯ জন মারা গেছে বলে জানিয়েছে বিবিসি। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সীমান্ত বন্ধ করাসহ নানা পদক্ষেপ নিচ্ছে। অস্ট্রিয়া সোমবার থেকে ৫ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করছে। রোমানিয়া জরুরি অবস্থা জারি করেছে। চেক রিপাবলিক এরই মধ্যে সীমান্ত বন্ধ করেছে। দেশজুড়ে তারা কোয়ারেন্টিন শুরু করার পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছে। ফ্রান্স এবং স্পেনও শনিবার ভাইরাসের বিস্তার ঠেকাতে কড়া পদক্ষেপ নিয়েছে। স্পেনে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৯৭ জনের মৃত্যু হয়েছে এবং ২ হাজার জন আক্রান্ত হয়েছে। এতে করে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২৮৮ এবং মোট আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭৫৩ জনে। ওদিকে, ফ্রান্সে করোনাভাইরাসে মারা গেছে ৯১ জন এবং আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৯৬ জন। ইতালিতে করোনাভাইরাসে মারা গেছে ১ হাজার ৪৪১ জন এবং আক্রান্ত হয়েছে ২১ হাজার ১৫৭ জন। চেক রিপাবলিক এবং স্লাভোকিয়া সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এরই মধ্যে তাদের সীমান্ত বন্ধ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার ইউরোপকে মহামারীর ‘উৎসস্থল’ আখ্যা দিয়েছে। এএফপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সীমান্ত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ