মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সঙ্কটের মুখে
শনিবার আফগান সরকার সা¤প্রতিক শান্তি চুক্তি অনুযায়ী যে ১৫০০ তালিবান বন্দিদের মুক্তি দেবার কথা ছিল, সে সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে ও এই বাতিলকরণ যুক্তরাষ্ট্র ও তালিবানদের মধ্যেকার শান্তি চুক্তিকে সঙ্কটের মুখে ফেলতে পারে। এএফপি।
আইফেল টাওয়ার বন্ধ
ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ফ্রান্সের বিখ্যাত বিনোদন কেন্দ্র আইফেল টাওয়ার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। ইউরোপের দুই দেশ ইতালি ও স্পেনে ভয়াবহ আকার ধারণ করায় সতর্কতা হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। রয়টার্স।
এন্ট্রি ভিসা বন্ধ
সংযুক্ত আরব আমিরাত আগামী ১৭ই মার্চ থেকে সব রকম এন্ট্রি ভিসা দেয়া আপাতত বন্ধ করছে। তবে এর বাইরে থাকবেন ক‚টনৈতিক পাসপোর্টধারীরা। এই নিয়ম কার্যকরের আগে যারা ভিসা পেয়ে গেছেন তাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। অনলাইন গালফ নিউজ।
কর্মকর্তা নিখোঁজ
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে চীন সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভাষণের সমালোচনাকারী দেশটির সাবেক এক প্রভাবশালী কর্মকর্তা রেন জিকিয়াং’র খোঁজ পাওয়া যাচ্ছে না বলে তার বন্ধুরা অভিযোগ করেছেন। রয়টার্স।
অবঃদের পুনঃনিয়োগ
করোনাভাইরাস মোকাবিলায় ভারতের পশ্চিমবঙ্গে অবসর নেওয়া দুই হাজার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে আবার নিয়োগ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনও করোনা রোগীর সন্ধান না মিললেও যেহেতু রাজ্যটির সঙ্গে অনেক দেশের সীমান্ত রয়েছে, সেহেতু সতর্কতা পদক্ষেপ নেওয়া হয়েছে। এবিপি।
ইরাকে রকেট হামলা
ইরাকে এক সপ্তাহের ব্যবধানে আবারও রকেট হামলা চালানো হয়েছে বাগদাদের তাজি সামরিক ঘাঁটিতে। মার্কিন সেনাদের লক্ষ্য করে ওই ঘাঁটিতে অন্তত ১০টি রকেট ছোড়া হয়েছে। তাজি ঘাঁটির পার্শ্ববর্তী এলাকায় রকেট লঞ্চারসহ একটি ট্রাক পড়ে থাকতে দেখা গেছে। এতে বেশ কিছু অব্যবহৃত কাতিউশা রকেট ছিল। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।