Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসরাইলি হামলায় রাশিয়া উদ্বিগ্ন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ১২:০১ এএম

সিরিয়ার অভ্যন্তরে ইসরাইলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার কঠোর নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, তেল আবিবের এ ধরনের আগ্রাসন শুধুমাত্র আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে এবং মধ্যপ্রাচ্যকে চরমভাবে অস্থিতিশীল করে তুলছে। তিনি বলেন, “আরব দেশ সিরিয়ার ওপর অব্যাহতভাবে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে আমরা উদ্বিগ্ন এবং এর মাধ্যমে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করা হচ্ছে।” বৃহস্পতিবার রুশ মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোয় সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। জাখারোভা বলেন, “গত ৫ মার্চ লেবাননের আকাশ থেকে সিরিয়ার উপর ইসরাইল এ ধরনের আগ্রাসন চালিয়েছে, যার ফলে সিরিয়ার এক সেনা নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আমরা মনে করি, ইসরাইলের সামরিক তৎপরতার কারণে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে; পাশাপাশি মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ছে। গত কয়েক বছর ধরে ইসরাইল প্রায়ই সিরিয়ার ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। বিশেষজ্ঞরা মনে করেন, সিরিয়ার উগ্র সন্ত্রাসীদের পতন ঠেকানোর অপচেষ্টা হিসেবে ইসরাইল এসব হামলা চালাচ্ছে। প্রাভদা, তাস।



 

Show all comments
  • Monjur Rashed ১৫ মার্চ, ২০২০, ৪:৪৪ পিএম says : 0
    It is Cristal clear that IS was created by Israel
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়া

১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ