রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আব্দুস সালাম হত্যার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত মূল আসামি আব্দুল খালেক (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে কুমিল্লা জেলার লাঙ্গলকোট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ২০০২ সালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার রাউলেচর গ্রামের আব্দুস সালাম কে দেশিয় অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। পরে নিহতের স্ত্রী জুলেখা খাতুন বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। ২০১৭ সালের ৬ জানুয়ারি আদালত ওই মামলার রায় প্রকাশ করেন। মামলার প্রধান আসামি আব্দুল খালেককে যাবজ্জীবনদন্ড প্রদান করেন বিচারক। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা যাবজ্জীবনদন্ডপ্রাপ্ত আসামি আব্দুল খালেককে কুমিল্লার লাঙ্গলকোট এলাকা থেকে আটক করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।