Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাঁজাসহ কনস্টেবল ও নিরাপত্তাকর্মী আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ১২:০১ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাঁজাসহ এক পুলিশ কনস্টেবল ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)’র সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জওয়ানরা আটক করেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে আজমপুর বিজিবি ক্যাম্পের টহলরত জওয়ানরা তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে আধাকেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন রাজধানীর লালবাগ থানার পুলিশ কনস্টেবল মো. আসাদুল্লাহ (৪২)। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরবের আকবর নগর এলাকার বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে। আটক অপরজন হলেন সিলেটের কদমতলী রেলওয়ে ফাঁড়ির নিরাপত্তা বাহিনীর সদস্য সুমন চন্দ্র বিশ্বাস (৩৬)। তিনি নরসিংদী জেলার রায়পুর উপজেলার নারায়নপুরের গকূলনগর এলাকার হরিদাস চন্দ্র বিশ্বাসের ছেলে। উভয়ের কাছ থেকে তাদের পরিচয়পত্র পাওয়া গেছে।
২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কবির জানান, আখাউড়ার সীমান্তের আজমপুর বিওপির টহল জওয়ানরা রাতে আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাঁজা

২২ জানুয়ারি, ২০২২
১০ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ