বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের লালপুরে ৬ কেজি গাঁজাসহ সাজবুল (৩৫) নামের এক জনকে আটক করেছে থানা পুলিশ। জব্দকৃত গাঁজার মূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা। গত মঙ্গলবার রাতে উপজেলার ডেবরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজিসহ তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যান। আটককৃত সাজবুল কুষ্টিয়ার দৌলতপুরের মহিষকুন্দি গ্রামের আবুল কাশেমের ছেলে। লালপুর থানার ওসি ফজলুর রহমান জানান, গোপান সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার ডেবরপাড়া গ্রামে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা। এ সময় তার সঙ্গে থাকা দুইজন দৌলতপুরের সোনাতলা গ্রামের আব্দুস সামাদের ছেলে আক্তারুল (৪০) ও লালপুরের করিমপুর গ্রামের জাবেদ আলীর ছেলে সিদ্দিক (৩২) পালিয়ে যায়। পলাতকদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত সাজবুলের নামে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।