Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝুঁকি এড়াতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা উচিত

আলোচনা সভায় ব্যারিস্টার মওদুদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ১২:০০ এএম

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সমূহ বন্ধ করে দেয়ার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, সভা-সমাবেশ আপনারা পরিহার করুন। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সমূহ আমার মনে হয় বন্ধ করা উচিত। কারণ কেউ বলতে পারে না, এই ঝুঁকি কেউ নিতে পারে না, সরকারের উচিত হবে না এই ঝুঁকি নেয়া-যত রকমের সর্তকতা অবলম্বন করা যায়, তত রকমের সর্তকতা অবলম্বন করতে হবে। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে ‘করোনাভাইরাস : বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিস্থিতি’ শীর্ষক এই আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  
মোদি না আসায় করোনার ঘোষণা দেয়া হয়েছে এমন মন্তব্য করে ব্যারিস্টার মওদুদ বলেন, যেখানে ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত এলেন না। কী কারণে তিনি এলেন না? তিনি এলেন না জানানোর পরে সরকার ঘোষণা করে দিলো যে, আমাদের এখানে তিনজন করোনাভাইরাস সংক্রামক তিনজনকে খুঁজে পাওয়া গেছে।

করোনাভাইরাস মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐক্য প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, আমি মনে করি, করোনাভাইরাস মোকাবিলায় সরকার কি করে না করে সেটা বড় কথা নয়। জনগণকে সচেতন করার জন্যে আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন। আসুন, আমরা দলমত নির্বিশেষ সকল রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনসহ সকলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এই করোনাভাইরাস মোকাবিলার জন্য জনসাধারণকে সচেতন করার কর্মসূচি গ্রহণ করি। এরফলে সরকার যতটুকু করছে তার চাইতে বেশি দেশের মানুষ উপকৃত হবে।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিতসা সেবা দিতে প্রয়োজনীয় সরঞ্জামাদি দেশে নেই মন্তব্য করে তিনি বলেন, এই ব্যাপারে সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে বলে আমি মনে করি না। এই সরকার একটি জবাবদিহিহীন সরকার, একটি অর্বিাচিত সরকার-এটা আমাদের মনে রাখতে হবে। সেজন্য তারা যখন কিছু বলেন বা তারা যখন কিছু করেন- সেব্যাপারে আমাদের সবসময় সন্দেহ জাগে। সন্দেহ থাকে প্রত্যেকটি রাষ্ট্রীয় বিষয়ে তারা দুর্নীতির আশ্রয় গ্রহণ করে। যার কারণে যেই উদ্দেশ্য নিয়ে কোনো একটি লক্ষ্য ধারণ করা হয়, সেই লক্ষ্যে তাদের পক্ষে অর্জন করা সম্ভবপর হয় না। বিমানবন্দরে করোনাভাইরাস পরীক্ষার স্ক্যানিং মেশিন ও পিপিই পোষাকসহ বিভিন্ন সরঞ্জামাদি অপ্রতুল বলে অভিযোগ করেন মওদুদ।

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান বলেন, প্রধানমন্ত্রী যে বললেন, মাত্র তিন জন শনাক্ত হয়েছে তার বাইরে কেউ নেই। কিভাবে উনি বললেন? আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করছি, মন্ত্রীদেরকে জিজ্ঞাসা করছি আর যে কেউ যে নাই তার নিশ্চয়তা আপনি কিভাবে পেয়েছেন? দুই জন তার মধ্যে সুস্থ গেছেন। আর মোদি (ভারতের প্রধানমন্ত্রী) বক্তৃতা হয়ে যাওয়ার পরে আর কি হবে কে জানে। বারে বারে আসছে মোদির নামটা কেনো আসছে বলেন তো। আমার দোষ নাই, লোকে বলছে। সারা দেশের মধ্যে মুজিব বর্ষ নিয়ে রাজনীতি করেছেন তারা। মান্না বলেন, ওরা ডেঙ্গু থেকে আমাদের মুক্তি করতে পারেনি, করোনা থেকেও আমাদের মুক্ত করতে পারবেন না। ওরা করোনা নিয়ে তো রাজনীতি করছে, করোনা থেকে মানুষকে রক্ষা করার চেষ্টা করছে না। সংগঠনের সভাপতি মেহেদি হাসান পলাশের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আনহ এছানুল হক মিলন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, উলামা দলের শাহ নেছারুল হক প্রমুখ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝুঁকি

১২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ