পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলার আল্লামা পীর সাকিব ইকবাল সামী বলেছেন, মুসলিম সভ্যতার পুনর্জাগরণে বিশ্ব মুসলিমকে এক কাতারে আসতে হবে। মুসলমানরা আজ বহুদলে বিভক্ত।
বিশ্বমানবতার মুক্তিদূত ও সেবক নবী মোস্তফার (সা.) আদর্শ থেকে আমরা অনেক দূর সরে এসেছি। তাই সভ্যতা বিনির্মাণের দিকে আমাদের কোনো ঝোঁক নেই। পৃথিবীজুড়ে মুসলিম নিপীড়ন বন্ধে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জায়গা কেবল খোদপ্রেম ও নবীপ্রেম।
বৃহস্পতিবার রাতে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে শানে মোস্তফা (সা.) প্রচার ফোরাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত শানে মোস্তফা (সা.) আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্রীডার ভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ভারতের ইসলামি চিন্তাবিদ মাওলানা সাখাওয়াত হোসেন বারকাতী। কনফারেন্স উদ্বোধন করেন মুহাম্মদ নঈমুল ইসলাম। বক্তব্য রাখেন আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজভী, ড. মাসুম চৌধুরী, মাওলানা শায়েস্তা খান আল আজহারী, মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, মুহাম্মদ মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।