বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ইটবাহী ট্রলীগাড়ীর চাপায় সোলায়মান ( ২২) নিহত হয়েছে। শুক্রবার দুপুর ১২ টায় কুয়াকাটার পুনামাপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে। নিহত সোলায়মান ওই এলাকার ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। দুর্ঘটনাস্থল থেকে কুয়াকাটা হাসপাতালে পৌঁছার আগেই সোলায়মান মারা গেছে বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিফুল জানিয়েছেন।
মহিপুর থানার উপ-পরিদর্শ মনির হোসেন জানিয়েছেন, পুনামাপাড়া এলাকায় ইটবাহী ট্রলিগাড়ি মোটর সাইকেল আরোহী সোলায়মানকে চাপা দিয়ে যায়। এতে দূর্ঘটনাস্থলে সোলায়মান নিহত হয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। ট্রলিগাড়ি ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে। পুনামাপাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে নিহত সোলায়মান। একই এলাকার ইট, বালু, ব্যবসায়ী জাকির মল্লিকও মিস্ত্রিপাড়া এলাকার নাসির গাজীর মালিকাধীণ ট্রলি গাড়িতে এ দূর্ঘটনা ঘটায়। দূর্ঘটনার পরই ট্রলি চালক আব্বাস পলাতক রয়েছে।
ব্যাপারে মহিপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে এবং অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।