Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

করোনাভাইরাস: ইতালিতে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২০, ১০:০০ এএম

চীনের পর এবার ইতালিতে করোনাভাইরাসের প্রকোপ। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। গেলো ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৮৯ জন বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬ জনে।

দেশটির সিভিল প্রটেকশন এজেন্সির দেওয়া তথ্য মতে, দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ১১৩ জন। যা আগে ছিলো ১২ হাজার ৪৬২ জন। প্রতি ২৪ ঘন্টায় ইতালিতে করোনা রোগী শনাক্তের হার বাড়ছে ২১.৭ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতালির বর্তমান অবস্থাকে মহামারী হিসেবে ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে ইতালি সহ ইউরোপের অন্যান্য দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য মতে, এখন পর্যন্ত বিশ্বে ৪ হাজার ৬১৩ জন মানুষ করোনাতে প্রাণ হারিয়েছে। আক্রান্ত হয়েছে ১ লাখ ২৬ হাজার মানুষ। তবে আশার বিষয় হলো এরই মধ্যে করোনাতে চিকিৎসা নিয়ে ৬৮ হাজার মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইতালি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ