Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষা শক্তিশালী করণে ৪৮ কোটি টাকা বরাদ্দ

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২০, ১২:০২ এএম

প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসূচির আওতায় ৬৪ জেলায় ১২৫০টি ব্রাঞ্চের ১৮ হাজার ৯৫০টি শিক্ষাকেন্দ্রে ১৮ হাজার ৯৫০ জন শিক্ষা সেবিকার মাধ্যমে ১ম ও ২য় শ্রেণিতে অধ্যায়ণরত ছাত্র-ছাত্রীদের পাঠদানে সহায়তা করা হচ্ছে। সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বেসরকারি সংস্থা আশা ২০১১ সাল থেকে এ কর্মসূচি বাস্তবায়ন করছে। গত বুধবার দুপুরে মাগুরা শ্রাবনী কমিউনিটি সেন্টারে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালায় এ তথ্য জানান আশার কর্মকর্তারা।
আশার ডিরেক্টর (প্রোগ্রাম) মো. আবু হাসনাত চৌধুরীর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি।বিশেষ অতিথি ছিলেন জয়েন্ট ডেপুটি ডিরেক্টর মো. শেখ ওবায়দুল্লাহ। এছাড়া মাগুরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম, উক্ত কর্মমূচির শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় জানানো হয় এ কর্মসূচির আওতায় বর্তমানে ৫ লাখ শিক্ষার্থীকে এর আওতায় আনা হয়েছে। আর এ জন্য ২০১৯-২০ অর্থ বছরে ৪৮ কোটি ৩২ লাখ ২৯ হাজার ৩৪১ টাকা বরাদ্দ রাখা হয়েছে। মাগুরা জেলায় ১৬টি ব্রাঞ্চের মাধ্যমে ২৫৫টি শিক্ষাকেন্দ্রে ২৫৫ জন শিক্ষা সেবীকার মাধ্যমে ৭ হাজার ২শ’ জন শিক্ষার্থীকে পাঠদানে সহায়তা করা হচ্ছে।
কর্মশালায় মাগুরা জেলার ৮টি ব্রাঞ্চের ৮ জন শিক্ষা সুপারভাইজার, ১০০টি শিক্ষা কেন্দ্রের ১০০ জন শিক্ষা সেবীকাকে নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ